বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (৭ মে) কর্মসূচি শেষে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, উপাচার্য “জুলাই স্পিরিট” ধারণের কথা বললেও বাস্তবে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম করছেন।
এর আগের দিন মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে প্রশাসনিক সব কার্যক্রম অচল হয়ে পড়লেও, ক্লাস ও পরীক্ষা চলছে স্বাভাবিক নিয়মে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এটি তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ। তারা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা আরও বলেন, শিক্ষার্থীদের চাওয়া–পাওয়া ও মতপ্রকাশের সুযোগ না দিয়ে উপাচার্য একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে কর্তৃত্ব কায়েমের চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।