শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর করতে চায় ডিএনসিসির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

যানজট নিরসনে প্রগতি সরণিতে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় তিনি যানজট নিরসনে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান তিনি।

শনিবার (৩ মে) ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার যানজট কমে যাবে, তাছাড়া আশপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় থাকবে। ৩০০ ফিট দিয়ে আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত করিডোর চালুর পরিকল্পনা।

প্রগতি সরণির বিভিন্ন বেশ কয়েকটি পয়েন্টে মেট্রোরেলের নির্মাণকাজ চলমান থাকায় আশপাশের এলাকাগুলোতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে ফলে জনদুর্ভোগ বাড়ছে। এ সমস্যা সমাধানের জন্য কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বসুন্ধরা, স্বদেশ ও অন্যান্য যেসব হাউজিং প্রকল্প আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বর্তমান প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102