বুধবার, ২৮ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

গাজায় চলমান আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে মার্কিন-ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যবসাগুলো পড়েছে বয়কটের মুখে। সেই প্রেক্ষাপটে তালিকাভুক্ত গ্লোবাল ফাস্টফুড সরবরাহকারী প্রতিষ্ঠান কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি)। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বাড়ার সঙ্গে বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়ে এই প্রতিষ্ঠান; এমনকি বন্ধ করে দেওয়া হয় শত শত আউটলেটও।
তবে শুধু এই প্রতিষ্ঠানকেই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট তারকা বা ব্রান্ড প্রোমোটাররাও এবার বয়কটের মুখে। সম্প্রতি কেএফসি-র বেশ কয়েকটি প্রোমোশনাল ভিডিওতে কাজ করেন ভারতীয় ইউটিউবার অজয় নাগর। যার পরিণাম হিসেবে অল্প কয়েকদিনেই ৩ লাখের বেশি ফলোয়ার হারালেন তিনি।
মূলত তার ইউটিউব চ্যানেল ‘ক্যারিমিনাতি’ দিয়েই বেশি পরিচিত ইউটিউবার অজয় নাগর; নেটিজেনদের কাছে অতিপরিচিত মুখও। জনপ্রিয়তা পেয়েছেন বিভিন্ন ফানি কনটেন্ট, মিউজিক ভিডিও, রোস্টিং ও গেম স্ট্রিমিং-এর মাধ্যমে; কিন্তু এবার তাতে ভাটা পড়তে যাচ্ছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিও থেকে দেখা যায়, কেএফসি’র এসব প্রমোশনাল ভিডিওতে সেই ইউটিউবারের সংশ্লিষ্টতা দেখে রেগে যান নেটিজেনদের একাংশ; ক্ষুব্ধ সেই নেটিজেনরা জনে জনে তাকে ‘আনফলো’ করা শুরু করেন। কেউ লাইভে এসে, আবার কেউ ভিডিও রেকর্ড করে তাকে আনফলো করার দৃশ্যটি নিশ্চিতও করেন। এভাবে একে একে ৩ লাখের বেশি ফলোয়ার হারান সেই ইউটিউবার।
যদিও এই ইউটিউবারের ফলোয়ার সংখ্যা নেহাতই মন্দ নয়। শুধু ইনস্টাগ্রামেই ২২ মিলিয়নের ওপরে ফ্যানবেজ নিয়ে চলতেন এই ইউটিউবার। সে সংখ্যা থেকেই ৩ লাখ ফলোয়ার হারালেন এই বিতর্কে জড়িয়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102