রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে দেওয়া লিগ্যাল নোটিশ প্রত্যাহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক, ইউটিউব, টিকটকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। এতে তাসনিম জারা ও জাহাঙ্গীর কবিরের নাম দেওয়ায় দুঃখপ্রকাশ করে তা প্রত্যাহার করেছেন ওই আইনজীবী।
গত ২৪ এপ্রিল একটি মানবাধিকার সংগঠন ও সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর পক্ষে পাঠানো হয় এ নোটিশ।
অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ভয়াবহতা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়।
লিগ্যাল নোটিশের একটি সংশোধনী নোটিশ আজ রবিবার (২৭ এপ্রিল) ডাকযোগে বিবাদীদের বরাবর পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব নিজে।
সংশোধিত নোটিশে বলা হয়, নোটিশের বিষয়টি বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ডাক্তার তাসনিম জারার নাম অনাকাঙ্ক্ষিতভাবে হাইলাইট করে চটকদার রিপোর্ট প্রকাশিত হয়।
অনেক খবরে বলা হয়েছে, ডাক্তার তাসনিম যারাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ডাক্তার তাসনিম জারাকে কোনো লিগ্যাল নোটিশ পাঠানো হয়নি।
ডাক্তার তাসনিম জারার নামটি ঘটনাচক্রে রেফারেন্স হিসেবে ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। বিষয়টিকে অনেকেই অতিরঞ্জিত করে অনলাইনে বাণিজ্য করার চেষ্টা করছে, যা অনাকাঙ্ক্ষিত।
নোটিশ প্রত্যাহারের বিষয়ে আইনজীবী ব্যারিস্টার পল্লব বলেন, সম্প্রতি তাসনিম জারা আমার মক্কেলদের দ্বারা পূর্বে পাঠানো লিগ্যাল নোটিশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রকাশ করেছেন। আমার মক্কেলরা প্রকাশিত বক্তব্যটি গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন। ডাক্তার তাসনিম জারা তরুণ এবং প্রতিশ্রুতিশীল একজন মেধাবী ডাক্তার। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তার ছবি এবং ভিডিও ব্যবহার করে অসংখ্য ফেক ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল খুলে অনেকেই প্রতারণা করছে যেগুলো তার নিজের ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল নয়। তিনি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেন।
তিনি আরও বলেন, ডা. তাসনিম জারার বক্তব্যে নোটিশ প্রেরক সন্তুষ্ট হওয়ায় রেফারেন্স হিসেবে উল্লিখিত ডাক্তার তাসনিম জারার নামটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ডাক্তার তাসনিম জারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম নোটিশে উল্লেখ থাকায় তারা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102