সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার ঘটনা নতুন নয়। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের প্রায়ই এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
সম্প্রতি ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ পলাশের নামে ভেরিফায়েড (!) একটি ফেক প্রোফাইল খোলার ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি প্রথম নজরে আনেন বুশরা নামের এক তরুণী। ফেসবুকে একটি সতর্কতামূলক স্ট্যাটাসে তিনি জানান, অ্যাপটিতে ফেস আইডি ভেরিফিকেশন থাকার পরও কীভাবে এমন ভুয়া প্রোফাইল ভেরিফায়েড হলো, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
বুশরা জানান, পলাশ শুধুমাত্র জনপ্রিয় অভিনেতা নন, তিনি একজন নিবেদিত স্বামী এবং পিতা। তার দুইজন বন্ধু ওই ভুয়া প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রতারণার শিকার হননি।
তিনি ব্যবহারকারীদের উদ্দেশ্যে পরামর্শ দেন— কেবল ভেরিফায়েড ব্যাজ দেখেই কাউকে বিশ্বাস করবেন না এবং ব্যক্তিগত তথ্য বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকবেন।
এই ঘটনার পর পলাশ নিজেও বুশরার পোস্টটি নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন: “প্লিজ সাবধান। এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ যেন প্রতারিত না হন। আমি কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।”
পলাশের সতর্কবার্তা এবং বুশরার সময়োপযোগী পদক্ষেপ অনলাইন নিরাপত্তার গুরুত্ব আবারও সামনে এনেছে। বিশেষ করে তারকাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে বলে, সচেতনতা এবং সতর্কতা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।