আন্ত:জেলা বাসসমূহ গাবতলী টার্মিনালে প্রবেশের জন্য মাজার রোড টেকনিক্যাল ক্রসিং ব্যবহারের বিকল্প হিসেবে ব্রিজের নিচ দিয়ে বিআরটিসি বাস ডিপোর ভিতর দিয়ে টার্মিনালে প্রবেশের জন্য বাস ডিপোর ভিতর দিয়ে চার লেনের সড়ক নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগ তথা ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন কল্পে অদ্য ট্রাফিক মিরপুর বিভাগস্থ বিআরটিসি গাবতলী বাস ডিপোতে, ডিএমপি ট্রাফিক বিভাগের উদ্যোগ, ডিএনসিসি প্রশাসক, “জনাব, মোহাম্মদ এজাজ”; প্রধান প্রকৌশলী, ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন; অতি: পুলিশ কমিশনার (ট্রাফিক), মোঃ সরওয়ার পিপিএম-সেবা; জনাব মোঃ আনিছুর রহমান, যুগ্ম কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ); জনাব গৌতম কুমার বিশ্বাস, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর), জনাব ইয়াসিনা ফেরদৌস, অতি:উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর) এবং বিআরটিসি প্রতিনিধির সাথে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ট্রাফিক মিরপুর বিভাগের গুরুত্বপূর্ণ ক্রসিংসমূহ হতে হকার ও রিক্সা অপসারণে করণীয় সম্পর্কে আলোচনা হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ট্রাফিক-মিরপুর বিভাগের রিক্সা চার্জিং স্টেশন এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়।
মাজার রোড ও পশুর হাট ক্রসিং এলাকায় নির্বিঘ্নে পথচারী পারাপারের জন্য দুটি প্রশস্ত ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা গৃহীত হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সাধনে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। সকলের সচেতন সহাবস্থান পেলে টেকসই পরিবর্তন সম্ভব।