বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

আমতলীতে সার্বজনীন রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দির নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃবরগুনার আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের পুনঃ নির্মাণের ভিত্তি প্রস্তর অডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করেন বরগুনা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আমতলীর জননন্দিত পৌর মেয়র মতিয়ার রহমান,সভাপতি শ্রী অতুল চন্দ্র শীল সহ মন্দির কমিটির সদস্য বৃন্দ।

এসময় পৌর মেয়র মতিয়ার রহমান বলেন,২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় এটি একটি মহামিলনোৎসব। এই শুভ দিনে আমাদের “পার্বত্য জনপদে গর্ব, শান্তি, সম্প্রতি ও উন্নয়নের রূপকার নন্দিত বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সহ আমতলী উপজেলার সকলকে জানাই শারদীয়র শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই আমাদের আসল পরিচয়। তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি। এই সার্বজনীন রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের উন্নয়নশীল কাজে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102