শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

পথচারী পারাপারে সিগন্যাল লাইট উদ্বোধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

পথচারী পারাপারের জন্য মিরপুর কলেজের সামনে সিগন্যাল লাইট সিস্টেম পরীক্ষামূলক চালু করেছে পুলিশ। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষামূলক কার্যক্রম চলবে আগামী ৮ মে পর্যন্ত। এই সিস্টেম ফলপ্রসূ হলে ঢাকার সব জেব্রা ক্রসিংয়ে এই প্রজেক্ট চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ‘শিগগিরই ঢাকার ফার্মগেট, সোনারগাঁও ক্রসিং, বাংলামোটর এবং শেরাটন পয়েন্টে সিগন্যাল লাইট চালু করা হবে।’

বৃহস্পতিবার মিরপুর-২ নম্বরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত ডিআরএসপি এর আওতায় নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ডিএমপি এবং সিটি কর্পোরেশনের সহায়তায় ঢাকা শহরে এই ধরনের জেব্রা ক্রসিং যতগুলো আছে পর্যায়ক্রমে প্রতিটা জেব্রা ক্রসিংয়ে এই ধরনের সিগন্যাল লাইট সিস্টেম চালু করব পথচারীদের জন্য।’

সরওয়ার বলেন, ‘জাইকার অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসংক্রান্ত একটি প্রজেক্ট চলছে। জাইকার সহায়তায় এই প্রজেক্ট আমরা পরীক্ষামূলকভাবে চালু করলেও এটাকে স্থায়ী করে ফেলবো।’

তিনি বলেন, ‘পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি। গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষামূলক কার্যক্রম আগামী ৮ মে পর্যন্ত চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এটাসহ আরো অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করবো।

এই প্রকল্পের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, ‘এটার মূল বৈশিষ্ট্য হলো, সাধারণত সড়কের দুই সাইড দিয়ে যদি এক মিনিটে ২০০ গাড়ি পারাপার হয় তাহলে এই গাড়ি চলন্ত অবস্থায় একজন বা দুজন পথচারী পারাপার হতে যান তাহলে গাড়ির ফ্লো বাধাগ্রস্ত হয়। অন্যান্য উন্নত দেশের মতো আমরা পথচারীদের ফুটপাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দাড় করিয়ে রাখবো। যখন পথচারীদের জন্য সিগন্যাল লাইট অন হবে তখন গাড়িগুলা চলাচল বন্ধ হয়ে যাবে। তখন পথচারীরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা পার হয়ে যাবেন। এরপরে আবার গাড়ি চলাচল শুরু হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102