আমিনুল ইসলাম, চরফ্যাশন থেকেঃভোলা-চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ১কোটি ১০লাখ টাকা ব্যয়ে লঞ্চ ঘাট হতে কুকরি মুকরি বাজার পর্যন্ত দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷
সোমবার (২৬অক্টোবর) দুপুর ১২টার সময়
চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতি, বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটন এলাকা কুকরী-মুকরিতে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাশন পৌর আওয়ামী লীগ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ সবুজ, কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক বিভূতিভূষণ বাবুল দাসসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ৷
উল্লেখ্য পর্যটন এলাকা কুকরী-মুকরিতে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে ইতিপূর্বে ভেরি বাদ, পাকা সড়ক, রেস্ট হাউজ, শিশু পার্ক, নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়িসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ সমাপ্ত করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি৷
এছাড়াও কুকরী-মুকরিতে দেখতে পাবেন নানা প্রজাতির পশু-পাখি ও সরীসৃপ প্রাণী। শিয়ালের দল, হরিণের পাল, আর বন্য মহিষের বিশাল বাহিনীগুলো নিজ চোখে দেখতে বিশেষ কোন ভাগ্য না নিয়ে গেলেও অনায়াসে চোখের আঙিনায় চলে আসবে এরা। নাম না জানা হাজার রকমের গাছের সাথে সারি সারি নারিকেল গাছ আর বিশাল বালুকাময় চরটি দেখে মনে হবে আপনার অবস্থান কোন এক সৈকত পাড়ে। শীতকালে দেখা মিলবে হাজার হাজার অতিথি পাখির ৷