বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

গুইমারাই মোবাইল কোর্টে ৩ মাদকাসক্তকে জেল জরিমানা

আব্দুর রহিম, গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
পার্বত্য খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাতে ৩ মাদকাসক্তকে জেল ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  খাগড়াছড়ি এর প্রসিকিউশনের প্রেক্ষিতে  গুইমারা উপজেলার ডাক্তার টিলা নামক স্থানে (মূল সড়কের পাশে) মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার।
এসময় তিনি অভিযুক্ত ৩জন মাদকসেবী
ফারুক হোসেন,পিতা: কবির হোসেন মো: ফরিদ উদ্দিন, পিতা: মো: শাহাদাত হোসেন
ওমর ফারুক, পিতা: মো: মোস্তফাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে  ১৫, ০০০ (পনের হাজার) টাকা অর্থদন্ড ও ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, মাদকের ব্যাপারে কোন আপোষ নয়। এটি আমাদের কোমলমতি ছেলে-মেয়েদের ধ্বংশের দ্বারপা্রান্তে নিয়ে যাচ্ছে। সৃষ্টি করছে পারিবারিক কলহ। যার ফলস্রুতিতে পরিবার গুলোতে ঘটছে অনেক অনাকাঙ্খিত ঘটনা। মাদকসহ যেকোন নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে থাকবে। আজকের এই অভিযান অন্যদের জন্য সতর্কতা। এ অভিযান চলমান থাকবে
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102