বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমোরাসেল সরোয়ার জানানসোমবার (২১ এপ্রিলভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বনানী থানাপুলিশ।

গ্রেপ্তাররা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯এবং আল আমিন সানি (১৯)। তবে তিনজনের কেউই এজহারভুক্ত আসামি নন।

এর আগেরবিবার (২০ এপ্রিলপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথিমেহেরাবআবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্যগত শনিবার (১৯ এপ্রিলবিকাল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ছুরিকাঘাত করে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রাইম এশিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ময়মনসিংহে।

এদিকেএ ঘটনায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ পাঁচ নেতাকর্মী জড়িত বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102