নুরআলম নাহিদ চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ষষ্ঠি পুজার মাধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারে চিলমারী উপজেলায় রমনা, থানাহাট ও রাণীগঞ্জ ইউনিয়নে মোট ২৫ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে পালন হবে সর্ব বৃহৎ পুজা।
তবে এ বছরে থাকছেনা কোন আরতি, তাই তেমন কোন আনন্দ হবে না, কেননা রাত ৯ টার মধ্যে পুজার সব কার্যক্রম শেষ করতে হবে। দেশের এই করোনা ভাইরাস চলা কালীন সময়ে, শুধু মাত্র পুজা করা হবে, আমাদের তেমন কোন আনন্দ উল্লাস করা হবে না বলে জানান- রমনার আশু চন্দ্র, শ্যামল চন্দ্র , মানিক চন্দ্র, ভারত পাল সহ আর ও অনেকে। এবং রমনা ইউনিয়নের পূজা কে কেন্দ্র করে কোনো প্রকার দাঙ্গা হাম্গা সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন চিলমারী থানার এস আই মোঃ আহসান হাবিব।
তিনি আমাকে জানান পূজা শেষ না হওয়া প্রযন্ত আমরা মোবাইল টিম পূজা কেন্দ্র গুলোকে নজরদারী করবো এছাড়াও আনসার সদস্য এবং গ্রাম পুলিশ দায়িত্বে আছেন।