বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

আম জনতা পার্টি’ র আত্মপ্রকাশ, নেতৃত্বে ডেসটিনির রফিকুল আমীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ডেসটিনির বিতর্কিত এমএলএম ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এমনটাই জানালেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। প্রাথমিকভাবে এর নাম ঠিক হয়েছে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। এর আহ্বায়ক কমিটিতে থাকছেন ২৯৭ জন।

গত কিছুদিনে জাতীয় নাগরিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টিসহ একাধিক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে বিতর্কিত ডেসটিনি গ্রুপ সংশ্লিষ্ট ‘আ-আম জনতা পার্টি’।

নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন, যিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেছেন।

দলের সদস্যসচিব হিসেবে থাকবেন গণঅধিকার পরিষদ থেকে সরে আসা এবং ডেসটিনির পরিবেশক হিসেবে পরিচিত ফাতিমা তাসনিম।

নতুন রাজনৈতিক দল গঠনের এ ধারাকে বিশ্লেষকরা রাজনৈতিক অঙ্গনের বৈচিত্র্য বৃদ্ধির পাশাপাশি বিতর্কেরও নতুন মাত্রা হিসেবে দেখছেন।
রফিকুল আমীন জানান, ন্যায় বিচারের নিশ্চয়তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতেই মাঠে নেমেছেন তিনি।

আম জনতার পার্টির আহ্বায়ক রফিকুল আমীন বলেন, ‘এখানে যারা আছেন তারা আমাদের সাথে আমাদের ডেসটিনিতে কাজ করতেন। আমি ডেসটিনিতে কাজ করি, এখনও আমি ডেসটিনির সাথে আছি, সেখানে আমার সাথে বিজনেস করত তারা। আমার সাথে এখনও যারা জড়িত তারা এমএলএম বিজনেস করে আয় করত, কিন্তু তারা ১২ বছর তাদের কর্ম থেকে বঞ্চিত।’

রফিকুল আমীনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিষয় থাকলেও সেটা তার ব্যবসায়িক- এমনটাই দাবি দলের সদস্যসচিবের।

আম জনতার পার্টির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, ‘আমি তার ব্যবসায়িক পার্টনার না। এ বিষয়ের সঙ্গে আমি সম্পৃক্ত না। এ বিষয়ে আমি বিস্তারিত বলতে পারব না। যেহেতু এটি আদলতের বিষয় এবং সেখান থেকে তিনি দোষী সাব্যস্ত হলে তিনি তার যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেবেন।’

বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫৪টি।

এএসবি/এসএমআর

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102