এই ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের সিঙ্গুরা গ্রামের মো. জয়নাল আবদিনের ছেলে মো. আল আমিন বাদী হয়ে একই এলাকার মৃত হোসেন আলী সরকারের ছেলে চাচা মো. জামাল উদ্দিন, ছামছুল হক গংদের নামে আদালত বরাবর (ফৌঃকাঃবিঃ ১৪৪) দায়ের করেছেন।
অভিযোগ সূত্র ও ভূক্তভোগীরা জানান , তাদের পিতা খুশী হয়ে ধোবাউড়া মৌজায় ৬৩২ খতিয়ানে- ১৬১,১৬২,১৬৫,২৬৯ দাগে( হেবা ঘোষনা) ৬৬২ ও ৪৯৩১দলিল মুলে ৯০ শতাংশ জমি দেয়। তাদের নামে নাম জারীও রয়েছে।এই জমি তাদের আপন চাচা মো. জামাল উদ্দিন ও ছামছুল হক গংরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা অব্যহত রেখেছে।
ভুক্তভোগীরা আরো জানান জমিতে যেতে চাইলে আমাদের বাঁধা ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। পারিবারিক ও এলাকার লোকজন নিয়ে শালিশ করা হলে কোন সমাধান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আল আমিনের পরিবার সহজসরল হওয়াই তারা অত্যাচার করছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান উভয় পক্ষের জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মধ্যে খুনসহ রক্তপাত হওয়ার সম্ভাবনা বিদ্যমান।
প্রথমপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় এর কারণ দর্শানো( ফৌঃকাঃবিঃ ১৪৪) নোটিশ।
এঅবস্থায় তফছিলভুক্ত ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইন-চার্জ, ধোবাউড়া থানা’কে সার্বক্ষণিক তদারকি করণের বিষয়ে বিজ্ঞ কৌসুলি আবেদনের মাধ্যমে প্রার্থনা করেন। যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।