বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখনও ভুগছে ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্যে। সম্প্রতি মেটা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৩ শতাংশ ছিল ভুয়া প্রোফাইল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের হিসাব অনুযায়ী ফেসবুকের মোট মাসিক ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি। এর মধ্যে শুধু অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রায় ১৪০ কোটি ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভুয়া অ্যাকাউন্ট মানেই বিপদ
মেটা জানায়, ভুয়া প্রোফাইল শনাক্তে তারা স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব পর্যবেক্ষণের সমন্বয়ে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত নতুন কৌশলে তৈরি হওয়া ভুয়া প্রোফাইলগুলো এখনও বড় চ্যালেঞ্জ।
কিছু অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনের উদ্দেশ্যে খোলা হয়। এছাড়া অনেক প্রোফাইল আসলে ব্যক্তি নয় — বরং ব্যবসা, প্রতিষ্ঠান বা পোষা প্রাণীকে উপস্থাপন করে।
ভুয়া প্রোফাইল চেনার কিছু সাধারণ চিহ্ন:
স্প্যাম ছড়ানো
ভুল তথ্য প্রচার
বট নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয় কার্যক্রম
অন্যের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার