বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত ঐ যুবকের নাম মো. আশরাফুল আলম (২৩)।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা হতে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় প্রাইভেটকার হতে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ধানমন্ডির রোড নং-২/এ এর ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল হতে অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছে। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় হাজারীবাগ এলাকা হতে হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। আশরাফুল জানায়, সে সহ আরো ৩/৪ জন চার মাস যাবৎ ঘটনাস্থলসহ এর আশপাশে প্রাইভেট কার ও মোটর সাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আসছে।

গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102