আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, “মুখোশ পরে কেউ শোভাযাত্রায় আসতে পারবে না। শব্দদূষণ রোধে বাঁশি বাজানোও নিষিদ্ধ থাকবে।” নববর্ষের উৎসবে অতিরিক্ত উৎসাহ-উদ্দীপনার কথা উল্লেখ করে তিনি জানান, ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়ে সাজ্জাত আলী বলেন, “ছায়ানটের অনুষ্ঠানে আসার সময় নারী ও শিশুদের যেন ভিড় এড়িয়ে চলার চেষ্টা করেন।”
এর আগে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান রমনা বটমূলে র্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে বলেন, “সারা দেশে নববর্ষকে ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি যাতে উৎসব সুষ্ঠুভাবে উদযাপিত হয়।”
তিনি আরও জানান, ইভটিজিং ও যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক নজরদারি থাকবে। পাশাপাশি অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।