সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

চরফ্যাশনে ১০শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি জ্যাকব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

আমিনুল ইসলাম চরফ্যাসন প্রতিনিধিঃভোলা-চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷

শনিবার (২৪অক্টোবর) দুপুর ১২টায় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের বরপুত্র, জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এবং চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণাঞ্চলের গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শশীভূষণ মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ চরফ্যাশন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় আধুনিক মানের এ হাসপাতালটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়৷

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102