মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

নিষেধাজ্ঞা ভেঙে দলীয় ব্যানারে ছাত্রদলের কর্মসূচি; সমালোচনার ঝড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিষেধাজ্ঞা ভেঙে করে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। তবে দলীয় ব্যানারে ক্যাম্পাসে সকল কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিভিন্ন মহলে তৈরি হয়েছে নানা সমালোচনার ঝড়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে ফিলিস্তিনের গাজায় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে  প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ প্রোগ্রাম করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার গণমাধ্যমকে বলেন, “ক্যাম্পাসের ছাত্র রাজনীতি সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এটা সিন্ডিকেটে অনুমোদিত না। গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের অধিকার আছে ক্যাম্পাসে দলীয় ব্যানারে সভা সমাবেশ করা। আর যেহেতু এটি গোটা মুসলিম উম্মাহর একটি ইস্যু, তাই আমরা করেছি।”

প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, “তারা (ছাত্রদল) যে প্রোগ্রাম করেছে এই বিষয়ে আমি অবগত নই। তোমাদের (সাংবাদিক) মুখ থেকেই শুনেছি। তারা যে বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন, সেটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। তবে বিশ্ববিদ্যালয়ে আইন অমান্য করে তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করা ঠিক হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, “আমি ক্যাম্পাসে নেই। এখন ঢাকায় আছি। ছাত্রদলের প্রোগ্রামের বিষয়ে কিছু জানি না। ক্যাম্পাসে যারা দায়িত্বে আছেন, তারা এ বিষয়ে বলতে পারবেন।”

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর দলীয় ব্যানারে সকল ধরনের সভা-সমাবেশ কিংবা মানববন্ধন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102