ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সব প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে দ্রুত ট্র্যাপার লাগানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-০১ এর অন্তর্গত সব ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে তিনি এ বিষয়টি জানান।
ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকের কারণে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে এবং দ্রুত এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গণশুনানিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন নাগরিক।
জবাবে প্রশাসক বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতিমধ্যে ডিএমপি ট্র্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। আমি দায়িত্ব নেওয়ার পরে ডিএমপির ট্রাফিক বিভাগের সঙ্গে ট্র্যাপার নিয়ে কাজ শুরু করেছি, আইডিয়া শেয়ার করেছি। ডিএনসিসির সব মেইন রোডে অটোরিকশা চলাচল বন্ধে দ্রুত ট্র্যাপার লাগানো হবে।
হকাররা ফুটপাত ও রাস্তা দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করছে উল্লেখ করে কয়েকজন নাগরিক দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয় বলেন। জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা রোজার মাসে মানবিক কারণে অভিযান বন্ধ রেখেছিলাম। আগামী সপ্তাহ থেকে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে ফুটপাত ও রাস্তায় কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।
নতুন এলাকায় খাস জমিতে মাঠ ও পার্ক নির্মাণ করা হবে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডে অপরিকল্পিত উন্নয়ন শুরু হয়েছিল। যে যার মতো করে ভবন নির্মাণ করেছে। ড্যাপে অনেক জায়গায় খালি দেখানো রয়েছে। রাজউকের সঙ্গে সমন্বয় করে সেগুলো রক্ষা করবো। ড্যাপে নির্ধারিত মাঠ, পার্ক ও খালি জায়গায় কেউ কোনো ধরনের অবকাঠামো ভবন নির্মাণ করতে পারবে না। যেখানে খাস জমি আছে সেখানে আমরা জেলা অফিসের সঙ্গে এবং অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ করে মাঠ ও পার্ক করে দেব।
গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মো. খয়বর রহমান, মো. ছাদেকুর রহমান, মো. জুলকার নায়ন প্রমুখ।