বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইলিশের দাম আকাশছোঁয়া, তাই ক্রেতারা স্বাচ্ছন্দে ইলিশ কিনতে পারছেন না যুদ্ধের দামামা, এবার ভারতের পাশে যুক্তরাষ্ট্র ভারত সীমান্তে চীনের সমরাস্ত্রসহ পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি : মির্জা আব্বাস বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছে থেকে আসতে হবে’ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,১৩৭ ‘চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে’ আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মোংলা বন্দরকে ধ্বংস করেছে : কৃষিবিদ শামীম

২১১ জন সাংবাদিক হত্যা করলো ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায়  এ পর্যন্ত ২১১ জন সাংবাদিককে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একটি গণমাধ্যম তাঁবুতে সোমবার (৭ এপ্রিল) ভোরে ইসরায়েলের ভয়াবহ হামলায় বেশকিছু সাংবাদিক হতাহতের ঘটনার পর ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বব্যাপী সমর্থনের আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।

মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, সর্বশেষ হামলায় গুরুতর দগ্ধ হয়ে মারা যাওয়া আহমেদ মনসুর গাজায় ইসরায়েলের হাতে নিহত হওয়া ২১১তম গণমাধ্যমকর্মী।

তাদের বিবৃতিতে বলা হয়, আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংগঠনের প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা জানাতে আহ্বান জানাচ্ছি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় সোমবার রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন, রাতভর অভিযানে উপত্যকাজুড়ে ১৯ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এদিন রাতে পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রাখে দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেফতার এবং উচ্ছেদ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102