শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিশের দাম আকাশছোঁয়া, তাই ক্রেতারা স্বাচ্ছন্দে ইলিশ কিনতে পারছেন না যুদ্ধের দামামা, এবার ভারতের পাশে যুক্তরাষ্ট্র ভারত সীমান্তে চীনের সমরাস্ত্রসহ পাকিস্তানের অবস্থান নিয়ে যা জানা গেল দুই দিনের আন্দোলনে শেখ হাসিনা যায়নি : মির্জা আব্বাস বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সরকারের কাছে থেকে আসতে হবে’ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,১৩৭ ‘চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে’ আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মোংলা বন্দরকে ধ্বংস করেছে : কৃষিবিদ শামীম

বাটার লুট করা জুতা বিক্রি করতে ফেসবুকে পোস্ট, আটক ১৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সিলেটে ইসরাইলবিরোধী মিছিল থেকে বাটা, কেএফসি, ইউনিমার্ট, ডমিনোজ পিজ্জাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন আউটলেটে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্তরা। এ ঘটনার জড়িত ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জিয়া।

আটকরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।

ওসি জিয়াউল হক বলেন, ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারি। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যায়। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল সোমবার সিলেটে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের তৌহিদ জনতা। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, দরগাহ গেট ও আম্বরখানা এলাকার বাটার চারটি শোরুম ভাঙচুর-লুটপাট, দরগাহ গেট এলাকার বনফুল, নয়াসড়ক এলাকার হোটেল রয়েল মার্ক ও কেএফসি, আম্বরখানা এলাকার ইউনিমার্ট, চৌহাট্টা এলাকায় ডমিনোজ পিজ্জা ও আলপাইন রেস্টুরেন্ট ও জিন্দাবাজার এলাকার কয়েকটি জুতার দোকান ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102