সিলেটে ইসরাইলবিরোধী মিছিল থেকে বাটা, কেএফসি, ইউনিমার্ট, ডমিনোজ পিজ্জাসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন আউটলেটে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্তরা। এ ঘটনার জড়িত ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জিয়া।
আটকরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।
ওসি জিয়াউল হক বলেন, ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারি। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যায়। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল সোমবার সিলেটে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের তৌহিদ জনতা। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, দরগাহ গেট ও আম্বরখানা এলাকার বাটার চারটি শোরুম ভাঙচুর-লুটপাট, দরগাহ গেট এলাকার বনফুল, নয়াসড়ক এলাকার হোটেল রয়েল মার্ক ও কেএফসি, আম্বরখানা এলাকার ইউনিমার্ট, চৌহাট্টা এলাকায় ডমিনোজ পিজ্জা ও আলপাইন রেস্টুরেন্ট ও জিন্দাবাজার এলাকার কয়েকটি জুতার দোকান ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।