রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

রাজধানীতে ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বংশাল থানার সূত্র জানায়, তাঁতীবাজার মোড়সংলগ্ন এসএ পরিবহনের স্টোররুমের সামনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আসার খবরে অভিযান চালানো হয়। অভিযানে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ, প্যান্টের কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য দেশে এনে বিক্রি করছিলেন। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102