শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

খুঁজে খুঁজে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছেই। স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মী কেউই ছাড় পাচ্ছেনা এই বর্বর হামলা থেকে।

এর ধারাবাহিকতায় এবার সরাসরি গণমাধ্যমকর্মীদের তাঁবুতে হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ।

খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে, কমপক্ষে দুইজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির বেসামরিকদের বাড়িঘর লক্ষ্য করে অবিরাম হামলা চলছেই। গতকাল রোববার একদিনেই নিহত হয়েছেন প্রায় ৫০ জন।

মধ্য দেইর এল-বালাহ এলাকার পাঁচটি পাড়ার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর নতুন করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম কুদ্স নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানা যায়, আজ সোমবার খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলায় জালেমি আল ফাকাওয়ি নামের এক সাংবাদিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহত আরেক ব্যক্তির নাম ইউসুফ আল খাজানদার। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭ গণমাধ্যমকর্মী।

এদিকে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি-আমেরিকান ছেলেকে গুলি করে হত্যা করেছে এবং দক্ষিণ লেবাননে আরও দুজনকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৫,৩৩৮ জন আহত হয়েছে।

সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ এরও বেশি বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

এসব অব্যাহত হামলার জবাবে জবাব দেয়ার চেষ্টা করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল রোববার ইসরায়েলি দুই শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102