শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজারে মিলছে ইলিশ, দাম আকাশচুম্বী চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে বিএনপি-জামায়াতের ‘ভাগাভাগি’ গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল ভারত ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন- ২০২৫ সম্পূর্ণ হরিপুরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারি অগ্নি সংযোগে ২০টি ঘর পুড়ে ছাই মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা নিয়ে আজহারির পোস্ট

প্রাইভেট কার–মোটরসাইকেল সংঘর্ষে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল যুবক, নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

রাজধানীর কালশি ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ফ্লাইওভারের উপরে এবং অপরজন নিচে ছিটকে পড়ে মারা যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি মিরপুর ডিওএইচএস থেকে এবং প্রাইভেটকারটি কালশি মোড় থেকে যাচ্ছিল। এসময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারের সাথে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা যুবক অন্তত ২৫ ফুট নিচে পড়ে যান। আর মোটরসাইকেল চালক ফ্লাইওভারে রাস্তায় পড়েছিলেন। আশপাশের মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার এসআই সোহান মোল্ল্যা বলেন, ‘প্রাইভেট কারটা কালশি মোড় থেকে ডিওএইচএস যাচ্ছিল। আর মোটারসাইকেলটা ডিওএইচএস থেকে কালশি মোড়ের দিকে যাচ্ছিল। এখানে হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষটা হয়। মোটরসাইকেলে দুজন ছিল। চালকসহ আরেকজন ছিল। একজন ছিটকে নিচে পড়ে যায়। আরেকজন উপরেই ছিল। পরে এখানে উপস্থিত যে জনতা ছিল তারা তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিতদের হাসপাতালে নিয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102