আমতলী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে আজ (২৭ আগষ্ট) দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় দোকানে ফায়ার এক্সটিং গুইশার সঠিক যায়গায় না রাখা, ও ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, এবং পণ্যের মোড়কে অগ্রিম তারিখ লেখার অপরাধে ১। মদিনা স্যানিটারি এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ আবুল খায়ের (৩৪), পিতা-মৃত-আঃ করিম মুন্সি, সাং-মহিষকাঠা বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১০,০০০/- টাকা, ২। মেসার্স সুমাইয়া মেডিকেল হল এর মালিক মোঃ নাজমুল আহসান (৩২), পিতা-মোঃ আঃ রহমান আকন, সাং- মহিষকাঠা বাজার, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৩০০০/- টাকা এবং ৩। নুরে মদিনা বেকারীর মালিক মোঃ নজরুল ইসলাম (৪৭), পিতা-মৃত-আঃ মান্নান খলিফা, সাং- শাখারিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ১৭,০০০/- টাকা সহ সর্বমোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২/৩৭/৪৩ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এএসবিডি/আরএইচএস