স্থানীয় বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চললেও সরবরাহকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে বাজারে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি পরিমাণে ভোজ্যতেল সরবরাহ করা হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মজুদ গড়ে তোলার কারণে বাজারে সাময়িক সংকটের অনুভূতি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য স্থিতিশীল থাকায় অস্বাভাবিক মুনাফার সুযোগ নেই। শীর্ষস্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ইতোমধ্যে চাহিদার তুলনায় বেশি পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছে, যা আগামী ৭-১০ দিনের মধ্যে বাজারে আসবে।
সংগঠনটি ভোক্তাদের আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
সংকট নিরসনে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বাজার মনিটরিং বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে সাধারণ ভোক্তাদের সহযোগিতা ও ধৈর্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।