মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ ফজলুল হককে (দ্বায়িত্ব থেকে) অব্যাহতি দিয়ে রাজাকারপুত্র প্রফেসর রাজিব হাসানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে তারা। অন্যথায় নিয়মতান্ত্রিকভাবে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
প্রতিবাদি ছাত্রলীগ নেতারা জানান, কোন কারন ছাড়াই রেজিষ্টারের পদ থেকে ভ্যাটেরিনারী অনুষদের বিভাগীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ ফজলুল হককে ৭ ই অক্টোবর সরিয়ে শেরপুরের বাসিন্দা রাজাকারপুত্র (রাজাকার আলী আযমের পুত্র) প্রফেসর রাজিব হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এই নিয়োগ বাতিল এবং প্রফেসর ডাঃ ফজলুল হককে পুর্ণবহালের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি শুরু করবেন তারা।
সর্ট, রিয়াদ খান, শেখ রাসেল সম্প্রসারন হল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার শেখ রাসেল হলের সংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান, রিয়াদ খান এবং ধনেশ চন্দ্র পালসহ অন্যান্যরা।