গাজীপুরে পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ” তাফসিরুল কুরআন মাহফিল’২৫” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা ফেব্রুয়ারি) বাদ আসর পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল’২৫”অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর সিটির জামায়াতের নায়েবে আমীর,গাজীপুর-৫ (কালীগঞ্জ,পূবাইল ও বাড়ীয়া) উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান গাজীপুর-৫ আসনের গণমানুষের নেতা খাইরুল হাসান।
সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগরির সম্মানিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর সিটি জামায়াতের নায়েবে আমীর গাজীপুর-২ আসনের গণমানুষের নেতা জননেতা হোসেন আলী।
উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এদেশের কোরআনের পাখি খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংগ্রামী নায়েবে আমির মজলুম জননন্দিত জননেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শায়েখ শামীম সাঈদী।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখার আধ্যাপক ড. মোঃ হেফজুর রহমান। আরো উপস্থিত ছিলেন পূবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক ডঃ আমজাদ হোসেন খান, সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আশরাফ আলী কাজল, সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম মৃধা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।