শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সোনারগাঁও ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন।

মোসাঃ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সোনারগাঁও ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন।

সোনারগাঁও ইউনিভার্সিটিতে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন ঢাকা, ৩ ফেব্রুয়ারি (সোমবার) ২০২৪ উৎসবমুখর পরিবেশে সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী সরস্বতী পূজা।

 

শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটি ও বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই পূজা শুরু হয় সোমবার সকাল ৮টায়। সকাল ৯টায় পুষ্পাঞ্জলি ও দুপুর ১২টায় প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর সামিম আর হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম (উপ-উপাচার্য), প্রফেসর মোঃ আব্দুল্লাহ মোহাম্মদ (ডিন, বিজনেস প্রসেস এডমিনিস্ট্রেশন) এবং বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ প্রসঙ্গে বলেন,

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যার দেবীর কৃপা লাভের আশায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। প্রথমবারের মতো এই পূজায় সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষের অংশগ্রহণ আমাদের শিক্ষাঙ্গনের সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতিচিত্র তুলে ধরেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102