খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দিন হিরোকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
শনিবার গভীর রাতে কয়রা থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।