শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আ.লীগকে প্রতিহত করা হবেঃ নুর।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আ.লীগকে প্রতিহত করা হবেঃ নুর।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল অবরোধ, লিফলেট বিতরণ করবে? রাস্তায় নেমে দেখুক, দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে ‘জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বির্নিমাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণঅভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পত্তি মনে করে সেটাও ভুল হবে। শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। দেশে ৭৫ সালের পর জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। কাজেই গণঅভ্যুত্থানের পরেও যদি বাংলাদেশকে বির্নিমাণ করতে না পারি তাহলে একই ভোগান্তির দিকে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102