শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জানা গেল পাগলা মসজিদের এবারের টাকার পরিমাণ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজারে মিলছে ইলিশ, দাম আকাশচুম্বী চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে বিএনপি-জামায়াতের ‘ভাগাভাগি’ গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল ভারত ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন- ২০২৫ সম্পূর্ণ

ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের পূবাইলে ছিকলিয়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন।

 

বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।

২৮ শেও ২৯ শে জানুয়ারি মঙ্গলবারও বুধবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

৩০ শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে ০১লা ফেব্রুয়ারি শনিবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ০২রা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন।

০৩রা ফেব্রুয়ারি সোমবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরের কীর্তন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শীতল চন্দ্র দাস জানান, সকলের সার্বিক সহযোগিতায় ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সাহা জানান, কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।

কোষাধক্ষ্য বিজয় কৃষ্ণ সাহা বলেন শান্তি, সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ছিকলিয়া রাধা কৃষ্ণ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় এ কীর্তনের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন।

ছিকলিয়া দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সাহা বলেন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102