সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ ভবন সম্প্রসারনের নির্মাণ কাজের উদ্বোধন এবং সার্বিক মানোন্নয়নে শিক্ষক- কর্মচারীগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম দুলাল, সাবেক অধ্যাপক ইউনুস আলী সরদার, পাঁচপীর কেরামতিয়া দ্বি-মুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান প্রমুখ।
এএসবিডি/আরএইচএস