উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
আজ রোববার রাত ১১টার দিক থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। তাদের মোকাবিলা করতে ঢাবি শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে।
নীলক্ষেত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।
ঘটনাস্থল থেকে আমাদের ঢাবি প্রতিনিধি জানান, হলের সামনে জমায়েত হওয়া শিক্ষার্থীদের শান্ত থাকতে মাইকে বারবার ঘোষণা দিয়েছেন হলটির প্রভোস্ট কাজী মাহফুজুল হক। সাত কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় প্রবেশের প্রচেষ্টাকালে ভাঙচুর করলে তাদের ধাওয়া দেয় ঢাবি শিক্ষার্থীরা। উভয়পক্ষের হাত লাঠি-সোটা আছে৷
এর আগে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বাসভবন ঘেরাও করা হবে।