সাতক্ষীরা জেলায় কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্য উৎসবের সমাপ্তি হয়েছে।
কালীগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয় একটি একটি প্রাচীনতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। বিদ্যালয়টি সরকারি সকল নিয়ম-কানুন মেনে পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় তারুণ্য উৎসব পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। জনাব ফারুক হাসান বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এক সপ্তাহ পর্বে উদ্বোধন করেছিলেন তারুণ্য উৎসবের।
এক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আজ ২৬ জানুয়ারি ২০২৫ সকাল থেকে শিক্ষার্থীদের কবিতা, নৃত্য,গান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা শেষে বিভিন্ন পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয় এর সুযোগ্য প্রধান শিক্ষক ফারুক হাসান, সহকারী প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার রায়, ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক হোসেন শাহরিয়ার, মারুফা খাতুন, নাদিরা ইয়াসমিন প্রমুখ ব্যক্তিরা। অনুষ্ঠানটির ফটোগ্রাফারের দায়িত্ব পালন করেন প্রাণ গোপাল রায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শেখ আরিফুজ্জামান।