শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তারা ঘটনার নিন্দা জানিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে, ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’; ‘ধর্ষকের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি।
আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মশিউর বলেন, ‘ভারত নিজেদের দেশেও নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ। যারা আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে, তাদের নিজেদের প্রশাসন নিয়েই লজ্জা হওয়া উচিত। এ ধরনের ঘটনা চলতে থাকলে ভারতীয় পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে হবে।’