শেখ শহিদুল্লা আল আজাদ, রুপসা থেকেঃ খুলনা জেলার রূপসা তেরখাদা দিঘলিয়া উন্নয়নের রূপকার রূপসা নৈহাটির কৃতি সন্তান বাংলাদেশ এনভয় গুরুপের পরিচালক খুলনা ৪আসনের মাননীয় সংসদ আঃ সালাম মূর্ষেদীর এমপির মেঝ ভাই কামাল উদ্দিন ময়না আর নেয়।
এ দিকে গতকাল রাত ৯টায় অসুস্থ হয়ে পড়লে রাজধানির উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, এ দিকে আজ ২৭”ই আগষ্ট বূহস্পতিবার ভোর ০৪টা ১৭ মিনিটের সময় হার্ট এ্যাটাক হয়ে ৬৭বছর বয়সে চিকিৎসাধিন অবস্থায় কামাল উদ্দান হায়দার ময়না শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, মৃত্যুকালে স্ত্রী সহ তিনজন কণ্যা সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন,, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,, বাংলাদেশ এনভয় গুরুপের পরিচালক এমপি আঃ সালাম মূর্ষেদী, এমপির সহ ধর্মীনি শারমীন সালাম, বিশিষ্ট ক্রিয়াবিদ আজাদ আবুল কালাম,, খুলনা জেলা সহ রূপসা উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠন ও এলাকাবাসী, আজ আসর নামাজ বাদে কামাল উদ্দিন ময়নার জানাজা নামাজ নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে,, এবং নৈহাটি পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
এএসবিডি/আরএইচএস