শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা আজ, তিন শিফটে অংশ নেবেন ২৪২০৫ জন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা আজ, তিন শিফটে অংশ নেবেন ২৪২০৫ জন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি তিন শিফটে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২৪ হাজার ২০৫ জন ভর্তিচ্ছু।

ভর্তির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-৪০০০১ থেকে ৪৮০৭১ পর্যন্ত। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে—রোল নম্বর-৬০০০১ থেকে ৬৮০৭০ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং তৃতীয় শিফটে—রোল নম্বর- ৭০০০১ থেকে ৭৮০৭০ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর প্রকাশিত তালিকায় প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য ২৪ হাজার ২০৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ নভেম্বর এবং তা শেষ হয় ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন করতে ৫০০ টাকা ফি জমা দেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী, যার মধ্যে ২৪ হাজার ২০৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন রয়েছে- ১৩০৯টি। প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102