ট্রাফিক পুলিশের সাহসিকতায় ছিনতাইকারী আটক!
সকাল ৭.৩০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীত পাশে পথচারী ইয়ামিন কে আটকিয়ে জোরপূর্বক ছিনতাইকারী সুজন মোবাইল ফোন কেড়ে নেওয়ার সময় চেচামেচির আওয়াজ হলে পাশে ডিউটিরত ATSI সামাদ ও সংগীয় কনস্টেবল এনামূল সহ ছিনতাইকারীকে আটক করে মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেন এবং ছিনতাইকারীকে পল্লবী থানায় হস্তান্তর করেন।
ডিসি ট্রাফিক মিরপুর স্যার ATSI সামাদ এবং কনস্টেবল এনামূল এর সাহসিকতার প্রশংসা করেন।