জলিলুর রহমান সোহেল, পটুয়াখালী থেকেঃ পটুয়াখালীতে ভাড়াটিয়ার বসত ঘরে সন্ত্রাসীদের হামলায় নব্যপ্রসূতি নাসরিন সুলতানা (২২) নামে একজন আহত হয়েছে। উক্ত ঘটনায় পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে ঘটনার বিবরনে জানা যায়, মামলার বাদী মোঃ নজরুল ইসলাম (৫৫) দীর্ঘ দিন যাবত পটুয়াখালী পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কলাতলা সড়কের ৩য় লেনে মরহুম চেরাগ আলী আকনের ছেলে মোঃ আলিম আকন (৫২) রের্কডীয় সম্পতি জে.এল নং- ৩৮ মৌজা- কালিকাপুর, খতিয়ান-২২৫৩ এর ৩২৯৩ দাগের ২০১ হোল্ডিং এর টিনসেট ঘরে গত ১-অক্টোবর ১৫ ইং তারিখ হইতে ৬ বছরের ঘর ভাড়া সম্পাদিত চুক্তিতে বাস করে আসছেন।
মামলার আসামী পক্ষ মোঃ আঃ সোবাহান মজনু (৪৫) এবং মোঃ শামসুল হক (৫০) বাদীর বসত ঘর নিজেদের দাবী করিয়া জোর পূর্বক উচ্ছেদ করার জন্য দীর্ঘ দিন যাবত বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকী প্রদান করে আসছে। যার জন্য বাদী মোঃ নজরুল ইসলাম গত ৯ আগষ্ট ২০ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ১৯৮/২০-ইং মোকাদ্দমা আনায়ন করেন যাহা বর্তমানে চলমান।
উক্ত দেওয়ানী মামলার কারনে আসামী দয় ক্ষিপ্ত হইয়া ৮/১০ জন সন্ত্রাসীদের নিয়া দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে গত ১ অক্টোর ২০ ইং তারিখে সকাল ৮ টার সময় ভাবে বাদীর বসত ঘরে অনুপ্রবেশ করে ঘর আসবাব পত্র ঙাংচুর করে ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
বাদীর স্ত্রী আমেনা বেগম (৪৫) গলায় থাকা ১ ভরি ওজনের র্স্বনের চেইন ছিনিয়ে নেওয়ার সময় বাদীর নব্য প্রসূতি কন্যা নাসরিন সুলতানা (২২) বাধা দিলে ০২ নং আসামী মোঃ শামসুল হক (৫০) তার হতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
বাদী আসামীদরে সহযোগী সন্ত্রাসীদের তান্ডবে ভিত হইয়া ন্যায় বিচারের জন্য গত ৫-অক্টোবর ২০ ইং তারিখে পটুয়াখালী বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী আপরাদ (দ্রুত বিচার) আদালতে মামলা দায়ের করেছেন।