শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

তরুণ্য উৎসব ২০২৫; সোনারগাঁও ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষার বার্তা।

মোসাঃ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

তরুণ্য উৎসব ২০২৫; সোনারগাঁও ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষার বার্তা।

 

সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ও মহাখালী ক্যাম্পাসে আয়োজন করা হয় তরুণ্য উৎসব ২০২৫, যা পরিবেশ রক্ষায় যুব প্রজন্মের দায়িত্বশীলতা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) সহযোগিতায় এই উৎসবটি পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে এবং সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানায়।

 

উৎসবের তাৎপর্যপূর্ণ দিক

উৎসবে অংশগ্রহণকারীরা পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধের অঙ্গীকার করেন এবং ক্যাম্পাস এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। পাশাপাশি, পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রধান অতিথি প্রফেসর সামিয়া আক্তার হাসান, সোনারগাঁও ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য, পরিবেশ সুরক্ষার দায়িত্ব পালনে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

বিশেষ আলোচক প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য, পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা এবং তার সামাজিক প্রভাব নিয়ে বক্তব্য রাখেন।

অতিথি ও অংশগ্রহণকারীদের ভূমিকা

তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উপস্থিত ছিলেন:

মোহাম্মদ মিজানুর রহমান, টিম ডিরেক্টর, কুমিল্লা ভিক্টোরিয়ান্স

নজরুল ইসলাম খান, প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আব্দুল্লাহ মোহাম্মদ, ডিন, বিজনেস প্রসেস এডমিনিস্ট্রেশন।

পরিবেশ রক্ষায় বার্তা

তরুণ প্রজন্মের সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি একটি সফল পরিবেশ উন্নয়ন কর্মসূচি সম্পন্ন করেছে। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণ এ আয়োজনকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এই উৎসবের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের যে বার্তা দেওয়া হয়েছে, তা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, উন্নত, এবং বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তরুণ্য উৎসব ২০২৫ একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে আগামী দিনগুলোতে পরিবেশ রক্ষায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করবে বলে আশা করা যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102