নুরআলম নাহিদ ,চিলমারী প্রতিনিধিঃ প্রতিদিন ডিম খাই,রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াই’প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর -২০২০) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
উপজেলা প্রাণিসম্পদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক বলেন ,বর্তমানে কোভিট-১৯ প্রতিরোধে ভিটামিন ও জিং শরীরের জন্য দরকার যা ডিমের মধ্যে প্রচুর পরিমানে রয়েছে। তাই প্রতিদিন একটি সিদ্ধ ডিম খাওয়া পরামর্শ দেন।
তিনি আরো বলেন,প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার এই দিবসটি পালিত হয়ে থাকে। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,কর্মচারী,চিলমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর অর রশিদ মামুন, ও এলাকার শুবিধাভুগি জনগন উপস্থিত ছিলেন।
এএসবিডি/আরএইচএস