মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম।
বাগেরহাটের রামপালে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
‎শনিবার(০৪ জানুয়ারি) সন্ধ্যায় আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন(এসকেফ) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎এসকেফ এর সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে উপহারের কম্বল তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম খাঁন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার অজিয়ার রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক আছাবুদ্দৌলা (জুয়েল), খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিউল হক, প্রভাষক আব্দুল মোক্তাদির, প্রভাষক মনিরুজ্জামান, তরফদার জিল্লুর রহমান, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।
‎প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দেশে চলমান শৈত্য প্রবাহে সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তীব্র শীতে মানুষের অনেক কষ্ট হয়। আমাদের সমাজের বৃত্তবানদের সবার উচিত অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকার এদেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে। বিশেষকরে বাগেরহাটের রামপাল-মোংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। আমাদের পাশেই রয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এছাড়াও রয়েছে মোংলা বন্দর, ইপিজেডসহ অসংখ্য কলকারখানা। আমাদের এগুলোকে কাজে লাগাতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের জন্ম হবেনা। অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে আহ্বান জানান এই বিএনপি নেতা।
‎অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা ডাকুয়া মিলন ও মাজহারুল ইসলাম রিপন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102