মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয়ের কোলঘেঁষা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা তীব্র শীতের অনুভূতি সৃষ্টি করেছে। এ অঞ্চলের শীত সাধারণত বেশ তীব্র হয়, কারণ এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও শীতল আবহাওয়া অঞ্চলের মানুষকে কাঁপিয়ে তুলছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে, তবে রোদের তাপ নেই। রাতে কুয়াশা জমে থাকে এবং সকাল বেলা সূর্য উঠলেও দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, পঞ্চগড়ে প্রবল শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র ও দুস্থ মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন। নিম্ন আয়ের মানুষ, যেমন পাথর শ্রমিক, চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, রিকশা ও ভ্যানচালকরা, শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন, তাদের দৈনন্দিন আয় কমে গেছে।

অপরদিকে, সারা দেশের মত কনকনে শীত পড়ছে রাজধানীতেও। দুদিন ধরে অভিমানী সূর্যের মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102