ময়মনসিংহের তারাকান্দায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয় তারাকান্দা থানা চত্বরে।
সুর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনার চত্বরে ও পরে দাদরা বধ্যভূমি কাকনীতে।
সকাল ৮ টা ৩০ মিনিটে তালদিঘি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করতে দেখা যায়।
সম্মিলিত কুচকাওয়া ও শারীরিক কসরত প্রদর্শন করেন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা।
সেখানে শরিক হতে দেখা যায়, ১৪৭ ময়মনসিংহ-২ আসনের নমিনেশন প্রত্যাশী, উঃজেলা ময়মনসিংহের একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের।
সেখানে তিনি জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। সকল মসজিদ, গির্জা, প্যাগোডা অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা আহবান জানান।
সকালে সুর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তক অর্পণ করতে দেখা যায়, ঐতিহাসিক কড়ুইতলায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসক নাজনীন সুলতানাসহ সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ ও আনসার সদস্যের লোকজনদের। এর পর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন তালুকদারসহ, মোতাহের হোসেন তালুকদার সমর্থক গোষ্ঠীর বিএনপির একাংশ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তারাকান্দা উপজেলা কৃষকদল শাখার নেতৃবৃন্দ। তাদেরকেও মোনাজাতে অংশ নিতে দেখা যায়।
বেলা ১১ টার দিকে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়
কেন্দ্রীয় শহীদ মিনারের মোহাম্মদ জুবায়েদ হোসেন শাকিল গ্রুপের পক্ষের নেতৃবৃন্দদের।
এর পরেই উপজেলা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন,এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, আইসিটি বিভাগ, তারাকান্দা উপজেলা সমবায় সমিতির লিমিটেড, উপজেলা হাসপাতাল,উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে তারাকান্দার রাজপথে।
এছাড়া দিনটি উপলক্ষে উপজেলায় সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যোগে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সকাল ১১ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরমে অনুষ্ঠিত হয়।
উপজেলা ভবন চত্বর মাঠে বিজয় মেলায় অংশ নেন
ক্ষুদ্র ও কুটির শিল্প, মৃৎশিল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা স্টল, তারাকান্দা থানা স্টল, নার্সারি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রক্তদানে ছাত্রসমাজ, পাট ও পাট জাতপণ্য, শীতের হরেক রকমের পিটার স্টল, কারিতাস সংগঠনের স্টল ও আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছিল।
মেলার উদ্বোধন করেন, উপজেলা প্রশাসক নাজনীন সুলতানা।
বিকেল ৩ টায় প্রীতি ফুটবলে অংশ নেন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বেলা ৩টা ৩০ মিনিটে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধাভিত্তিক আলোচনা সভা ও মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসকে কেন্দ্র করে মোহাম্মদ জুবায়েদ হোসেন শাকিল গ্রুপের পক্ষে তারাকান্দার রাজপথে আনন্দ মিছিল করতে দেখা যায় বেলা ১০টার দিকে।
বেলা ৪ টার দিকে মোতাহার হোসেন তালুকদার সমর্থক গোষ্ঠীর লোকদের আনন্দ মিছিল করতে দেখা যায় তারাকান্দার রাজপথে। আনন্দ মিছিল শেষে ঐতিহাসিক কড়ুইতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ৪টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা চত্তর মাঠে। বহুমুখী স্কুলের সিনিয়র শিক্ষিকা কামরুননাহারে তত্ত্বাবধানে উদীচী শিল্পগোষ্ঠী ও স্কাউট সদস্যদের ভূমিকা ছিল চোখে পড়ার মত।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসক ও তারাকান্দা থানা অফিসার্স ইনচার্জ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।