সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

তারাকান্দার দাদরায় বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
শহীদ বুদ্ধিজীবী দিবস
– তারাকান্দার দাদরায় বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ।
ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস-তারাকান্দার দাদরায় বদ্ধভূমিতে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় (শনিবার) উপজেলা প্রশাসক নাজনীন সুলতানা, থানা অফিসার সদস্যসহ  বিএনপি সমর্থীত নেতা-কর্মীদের একাংশ দাদরায় বন্ধভূমিতে যথাযোগ্য মর্যাদায় সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ময়মনসিংহ উঃজেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন তালুকদার।
ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দার)- আসনের নমিনেশন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মী দাদরায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সেখান থেকে ফিরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপেজলা হলরুমে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে এসময স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান।
এসময় উপস্থিত ছিলেন,মোতাহার হোসেন তালুকদার,উঃজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,আবু হানিফসহ এলার্ড মহলের নেতৃবৃন্দ,
উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দা তামান্না, হুরায়রা, কৃষি সম্প্রাসরন কর্মকর্তা কাওসার আহমেদ, প্রকৌশলী জুবায়ের হোসেন, প.প  কর্মকর্তা ডাঃ অমল দাস,প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, পি আই ও আঃ রাজ্জাক,বীর মুক্তিযুদ্ধা গন,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক তৌকির আহমেদ শাহীন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেলায় কর্মরত কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার বক্তব্যে উঠে আসে, বাঙালি জাতিকে মেধাশূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাণীতে বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন।
দিবসটি উপলক্ষে সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102