ময়মনসিংহের ফুলপুরে উপজেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বর্ণট্য র্যালি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ফুলপুর উপজেলা ও পৌর শাখা। ১৩ ই ডিসেম্বর ( শুক্রবার ), বেলা ৪ টার পর হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে মিছিল নিয়ে পর্যাক্রমে আগত স্লোগান মুখরিত মিছিলে মিছিলে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বর্ণট্য র্যালি করতে দেখা যায়।
মিছিলের স্লোগান ছিলো-
জিয়ার সৈনিক, এক হও লড়াই কর। আজকের এদিনে, জিয়া তুমায় মনে পড়ে। শুভ, শুভ, শুভ দিন, কৃষকদলের জন্মদিন। কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। স্বাধীনতার ঘোষক জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া।লাল সবুজের পতাকায়, জিয়া তুমায় দেখা যায়।শুভ, শুভ, শুভ দিন, কৃষক দলের জন্মদিন”- এই সব বাক্যের
স্লোগানে নিয়ে স্লোগানে, স্লোগানে রাজপথ কাঁপাতে দেখা যায়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড় হতে দেখা যায়। সেখান ভ্রাম্যাণ মঞ্চে দাড়িয়ে বিভিন্ন ইউনিয়ন হতে আগত মিছিলগুলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কৃষকদলের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় স্বাগত বক্তব্য শেষে জড় হওয়া বিশাল মিছিল নিয়ে রাজপদ প্রদক্ষিণ করতে দেখা যায়।
বর্ণট্য র্যালিটি মিছিল করে, ময়মনসিংহের টু শেরপুর রাজপথের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে আমুয়া-কান্দা রাজপথ হয়ে সিনেমা হলের সামনে দিয়ে এসে আমুয়াকান্দা বড়পুলের মাঝ খানে এসে, সেখানে ভ্রাম্যমঞ্চে দাড়িয়ে হাজার-হাজার তৃণমূলের কৃষকদল সমর্থিত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন-
সাবেক এমপি, বীর মুক্তিযুদ্ধা, আলহাজ্ব এ্যাড. আবুল বাশার আকন্দ।
তিনি ১৪৭ ময়মনসিংহ -২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক এমপি, সাবেক ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ উঃজেলা বিএনপি’র ১ নং সদস্য, ময়মনসিংহ উঃজেলা কৃষক দলের আহ্বায়ক।
কৃষকদল সমর্থিত হাজার-হাজার নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্বে সৃজনশীল ভূমিকা রেখেছেন সরেজমিনে এমনটাই দেখা যায়।