নেত্রকোণার দুর্গাপুরে মাথায় গাছের ডাল পড়ে গুরুতর আহত চা বিক্রেতা ফারুক মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু।
বৃহস্পতিবার বিকেলে তিনি এই সহায়তা প্রদান করেন।
গত সপ্তাহে দোকানে কাজ করার সময় ভূমি অফিসের মরা গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয় ফারুক মিয়া। পরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
চা বিক্রেতা ফারুক মিয়া বর্তমানে দুর্গাপুর পৌর শহরে আলহাজ্ব মো: জয়নাল আবেদীনের বাসায় আশ্রিত রয়েছেন। অসহায় এই মানুষটিকে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু।
অসহায় ফারুক মিয়ার পাশে দাঁড়ানোয় তার শুভাকাঙ্ক্ষীরা মঞ্জুরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন সমাজের সকলেই এই অসহায় মানুষটির পাশে দাঁড়ালে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
সহায় সম্বলহীন ফারুক মিয়া আবারো স্বভাবিক জীবনে ফিরতে চান। এজন্য সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।