ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। ”সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে (এনপিএস)- ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে র্যালি, আলোচনা, পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই দিন সকালে সংগঠনটির আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নূরুল হক।
র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টাউন হল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ মুনির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী নুরুল হুদা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনপিএস এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. এ.টি এম মাহবুব উল আলম।
এসময় আরোও বক্তব্য রাখেন, এনপিএস ময়মনসিংহ বিভাগের সাবেক সভাপতি লিটন দাশ, এনপিএস মহানগরের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম রিংকু ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শ্যামলসহ প্রমুখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,১৯৪৮ সালের এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।